করোনাভাইরাসজাতীয়

এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরীন করোনায় আক্রান্ত

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানা। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন।

ওয়াসফিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, গত ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে তিনি একটি অনুষ্ঠানে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওয়াসফিয়া আরও লিখেছেন, ‘করোনা সংক্রমণ ঘটলে আতঙ্ক বাদ দিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টিনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ ও আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।’

ফেসবুক পোস্টে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান ওয়াসফিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি ও সচেতন থাকতেও বলেন তিনি। করোনাভাইরাস মোকাবিলায় সবার আগে শান্ত ও স্থির থাকার পরামর্শ দেন এভারেস্ট জয়ী এ নারী।

করোনা ভাইরাস নিয়ে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে উল্লেখ করেন ওয়াসফিয়া নাজরীন। ভাইরাসটি মোকাবিলায় সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি সবার আগে শান্ত ও স্থির থাকার কথা বলেন তিনি।

বাংলাদেশের এই পর্বতারোহী ওশেনিয়া/ অস্ট্রেলেশিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেন ২০১৫ সালে। উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীন বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্ব্বোচ শৃঙ্গের চূড়ায় আরোহণ করেন।

 

আরও খবর পেতে দেখুনঃ লাইফস্টাইলকর্পোরেট নিউজ

Coronavirus Update News, Coronavirus Update News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fifteen =

Back to top button