Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ২৮৫টি প্রতিষ্ঠান

সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ২৮৫টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ ২৮৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৬ হাজার ৫০৫ জনকে সেবা দেওয়া যাবে।

অধিদফতর থেকে রবিবার ( ২২ মার্চ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্তদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য জানিয়ে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

তাছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের আইসোলেশনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪ হাজার ৫১৫টি বেড, যার মধ্যে রাজধানী ঢাকাতে রয়েছে ১ হাজার ৫০টি বেড। একইসঙ্গে তারা জানায়, ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতাল ও সাজিদা ফাউন্ডেশনের একটি হাসাপাতালের ২৯টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। আরও ১৬টি আইসিইউ বেড প্রস্তুতির কাজ চলছে।

আর প্রস্তুতির অংশ হিসেবে তারা জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে পাঁচটি ডায়ালাইসিস বেড প্রস্তুত আছে একইসঙ্গে করোনা পরীক্ষার জন্য সাতটি স্থান নির্দিষ্ট করা হচ্ছে। এদিকে, আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৩০০ জনকে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nineteen =

Back to top button