কর্পোরেট

নতুন আড়াই লাখ কর্মী নিয়োগের ঘোষণা দিলো ওয়ালমার্ট-অ্যামাজন

সারাবিশ্বে যেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বেকারত্ব বাড়ছে হু হু করে, সেখানে নতুন করে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সুপারশপ চেইন ওয়ালমার্ট।

প্রতিষ্ঠানটি মে মাসের শেষের দিকে অস্থায়ী ভিত্তিতে দেড় লাখ কর্মী নিয়োগ করবে। ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনও তাদের ওয়্যারহাউস ও ডেলিভারির জন্য এক লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

ওয়ালমার্ট বলছে, করোনাভাইরাস দুর্যোগে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বার, সিনেমা হল বন্ধ রয়েছে। তবে বিপরীত চিত্র দেখা যায় রেস্টুরেন্ট, সুপারশপগুলোতে। কেননা করোনা সংকটে তাদের বিক্রি বেড়ে গেছে কয়েক গুণ। তাই পরিস্থিতি সামাল দিতেই নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের সিইও কার্ল ডগলাস ম্যাকমিলান বলেন, আমরা তাঁদেরই খুঁজছি যাঁরা ওয়ালমার্টে কাজ করে অতিরিক্ত আয় করতে চান।

প্রতিষ্ঠানটি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সেবামূলক ও রেস্টুরেন্ট শিল্প গ্রুপগুলোর সহায়তা নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর যেসব কর্মী ছাঁটাই হয়েছেন বা লম্বা ছুটিতে আছেন তাঁদের ডাকা হচ্ছে। প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ হাজার সুপারশপের বর্তমান কর্মীদের ৫৫ কোটি ডলার বোনাস দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে।

এর আগে আগামী ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বয়স্ক ক্রেতাদের সুবিধার্থে কেনাকাটার বিশেষ সময় নির্ধারণের ঘোষণা দিয়েছিল ওয়ালমার্ট। তারা জানিয়েছে, ৬০ বছরোর্ধ্ব ব্যক্তিরা দোকান খোলার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ভেতরে ঢুকতে পারবেন। সিএনএন।

তবে শুধু অ্যামাজনই নয়, আমেরিকার সুপারমার্কেট চেইন অ্যালবার্টসনস, ক্রোগার এবং র‌্যালে গ্রাহকদের বাড়তি অনলাইন চাহিদা মেটাতে নতুন করে কর্মী নিয়োগ করছে। রেস্তরাঁ, ট্র্যাভেল এবং বিনোদন জগতের সঙ্গে জড়িত যে সব ব্যক্তি করোনাভাইরাসের জন্যে চাকরি হারিয়েছেন তাঁদেরইপ্রধানত এই সুযোগ করে দেওয়া হচ্ছে।

 

আরও নিউজ দেখুনঃ শিল্পও বাণিজ্য নিউজকর্পোরেট নিউজ

Latest Amazon News, Latest Amazon News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Back to top button