করোনাভাইরাসসরকার
চিকিৎসা সংক্রান্ত সেই আদেশ বাতিল
দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী বা ওসিকে জানানোর নির্দেশনা দিয়ে গতকাল বুধবার বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে এরপরই আদেশটি আবার বাতিল করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য সেবা বিভাগ।
নতুন দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় যথাযথ ব্যবস্থা না নিলে ভুক্তভোগীকে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানোর আদেশটি বাতিল করা হলো।
পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত আদেশ জারি করা হবে বলেও জানানো হয় নতুন বিজ্ঞপ্তিতে।