মাঝ এপ্রিলে আসবে গণস্বাস্থ্যের কিট, আশা জাফরুল্লাহর
মাঝ এপ্রিলেই করোনাভাইরাস শনাক্তকরণে নিজেদের উদ্ভাবিত কিটের নমুনা সরকারের কাছে জমা দেয়ার প্রত্যাশা করছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
কিটের কাঁচামাল (রি-এজেন্ট) পেতে দেরি হওয়ায় নমুনা সরবরাহ কিছুটা পিছিয়ে গেছে। তিন সপ্তাহ আগে গণস্বাস্থ্যকেন্দ্র জানিয়েছিল, তারা করোনাভাইরাস শনাক্তের সহজ ও সুলভমূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে।
এ বিষয়ে শুক্রবার ডা. জাফরুল্লাহ গণমাধ্যমকে বলেন, সুলভমূল্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তকরণের যে কিট আমরা উদ্ভাবন করেছি, তার কাজ চলছে। কাজের গতিও বেড়েছে। আমরা হোপফুল স্টেজে (আশাব্যঞ্জক পর্যায়ে) আছি।
দুই সপ্তাহের মধ্যে কিটের নমুনা সরকারকে দেয়ার বিষয়ে আশাবাদী জাফরুল্লাহ। তিনি বলেন, আমরা আশা করি, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য তাদের কাছে নমুনা জমা দিতে পারব। এর পর সরকারের ক্লিয়ারেন্স পেলে এই আগামী মাসেই আমরা উৎপাদিত কিট বাজারে দিতে পারব।
গণস্বাস্থ্যের এই কিট সুলভমূল্যে বাজারে ছাড়ার বিষয়ে আশাবাদী জাফরুল্লাহ। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।
করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, দাম প্রায় ১০-১৫ হাজার টাকা।
উল্লেখ্য, ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৫ জন।
গণস্বাস্থ্যের কিট উৎপাদনে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, “অফিস-ডিপার্টমেন্ট বন্ধ। সেজন্য একটু বিলম্ব হচ্ছে। যুক্তরাজ্যে যে অর্ডার আমরা দিয়েছি তা এখনও আসেনি। এর বাইরে আমরা অলটারনেটিভ সোর্স থেকেও মালামাল আনছি।
“আমরা অত্যন্ত সুলভ মূল্যে কিট দিতে পারব, যেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা করানোর সুযোগ পাবেন। সারা পৃথিবী আমাদের এরকম সুলভ মূল্যে কিট উদ্ভাবনের দিকে তাঁকিয়ে আছে। আমরা এতো ব্যস্ত আছি যে, জবাবও দিতে পারছি না। আপনাদের এইটুকু বলতে পারি উই আর হোপফুল।”
দেশে অবরুদ্ধ অবস্থার মধ্যে দরিদ্র্য ও প্রান্তিক মানুষকে খাওয়ানোর ব্যবস্থা সরকারের করা উচিত ছিল উল্লেখ গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোক্তা বলেন, “আমরা মনে করি প্রান্তিক মানুষের পরিবারের খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা একটা চেষ্টা করছি ১০ লাখ পরিবারকে যাতে এক মাসের খাবারের ব্যবস্থা করা যায়।”
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস সর্বশেষ আপডেট – আজকের কর্পোরেট নিউজ
Positive News, Positive News