করোনা থেকে বাঁচতে এবার বাসাবাড়িতেও আজান!
করোনাভাইরাস থেকে বাঁচতে লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় সব মসজিদে একযোগে আজান দিয়েছেন মুয়াজ্জিনরা। এমনকি অনেকের বাসা-বাড়ি থেকেও সুমধুর আজানের ধ্বনি শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মসজিদ ও বাসা বাড়ি থেকে আজান ভেসে আসে।
তবে পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ আজান দেয়ার ঘটনায় মানুষ চমকে যান। স্থানীয়রা একে অপরকে ফোন করে জানতে চান হঠাৎ কী ঘটেছে? চারদিকে বিনা কারণে আজান কেন? অনেকে তাৎক্ষণিকভাবে ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।
পৌরসভার কাঞ্চনপুর এলাকার এক মুয়াজ্জিন যুগান্তরকে বলেন, দুর্যোগের মধ্যে এভাবে আজান দেয়া মোস্তাহাব। একারণেই আজান দিয়েছি।
তবে ইসলামী ফাউন্ডেশন বা দায়িত্বশীল কারও কাছ থেকে আজান দেয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে শহরের এক মুয়াজ্জিন জানান, বিভিন্ন সময় মহামারী আর দুর্যোগে মুক্তি লাভের জন্য যুগে যুগে মানুষ আজান দিয়েছে।
রদ্দুল মুখতার, ফতোয়ায়ে শামি, জা আল হক ও শরহে আবু দাউদ শরিফের রেফারেন্স উল্লেখ করে তিনি বলেন, এ আজানে ‘হাইয়্যা আলাস সালাহ্’ ও ‘ হাইয়্যা আলাল ফালাহ্’ ব্যতীত বাকি শব্দগুলো উচ্চারিত হয়।
তবে ইসলামী ফাউন্ডেশন বা দায়িত্বশীল কারও কাছ থেকে আজান দেয়ার কারণ সম্পর্কে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে শহরের এক মুয়াজ্জিন জানান, বিভিন্ন সময় মহামারী আর দুর্যোগে মুক্তি লাভের জন্য যুগে যুগে মানুষ আজান দিয়েছে।
রদ্দুল মুখতার, ফতোয়ায়ে শামি, জা আল হক ও শরহে আবু দাউদ শরিফের রেফারেন্স উল্লেখ করে তিনি বলেন, এ আজানে ‘হাইয়্যা আলাস সালাহ্’ ও ‘ হাইয়্যা আলাল ফালাহ্’ ব্যতীত বাকি শব্দগুলো উচ্চারিত হয়।
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস সর্বশেষ অবস্থা – নতুন নতুন ভ্রমণ নিউজ
Coronavirus News Bangla, Coronavirus News Bangla