আন্তর্জাতিককরোনাভাইরাস

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানককের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এক টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর- ইন্ডিপেন্ডেন্ট।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, মহামারি এই ভাইরাস মোকাবিলয়ায় ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের তৎপরতার নেতৃত্ব দিচ্ছিলেন ম্যাট হানকক। তবে তার উপসর্গগুলো মৃদু এবং তিনি বাড়িতে থেকে কাজ চালিয়ে যেতে পারছেন।

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।  এর আগে শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

এক টুইট বার্তায় ম্যাট হানকক জানান, সৌভাগ্যক্রমে আমার উপসর্গগুলো মৃদু এবং বাড়িতে ও স্বেচ্ছায় বিচ্ছিন্ন থেকে কাজ চালিয়ে যাচ্ছি। জীবন রক্ষায় আমাদের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি এবং প্রধান বৈজ্ঞানিক পরামর্শক প্যাট্রিক ভ্যালান্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের আক্রান্ত হওয়া নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৭৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৫৯ জন। আর ১৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া যুক্তরাজ্যে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৭৮ জন।

জনসন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উপসর্গ দেখা দেওয়ার পর আমার স্বাস্থ্য পরীক্ষায় মৃদু করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন আইসোলেশনে আছি। তবে, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

 

আরও খবর পেতে দেখুনঃ সর্বশেষ করোনার খবরবিবিধ নিউজ 

Coronavirus Current News, Coronavirus Current News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Back to top button