প্রযুক্তি কাজে লাগিয়ে সমন্বিতভাবে চাষাবাদের আহবান এলজিআরডি মন্ত্রীর
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো.তাজুল ইসলাম কৃষিকাজে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সমন্বিতভাবে চাষাবাদ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, জমির আইল উঠিয়ে দিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সমন্বিতভাবে চাষাবাদ করতে পারলে ফসল উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি উৎপাদন খরচও কমে আসবে।
শনিবার বিকেলে মন্ত্রী পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার কার্যক্রম পরিদর্শন করে সেখানে ‘আমার গ্রাম আমার শহর’ বিষয়ক গবেষণা সেমিনারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান এবং সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। এর আগে সকালে মন্ত্রী রংপুরের তারাগঞ্জে বাস্তবায়নাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ,রংপুর) এবং রংপুর শহরে গ্রামীন জনগোষ্ঠীর জন্য নির্মানাধীন ‘পল্লী জনপদ’ প্রকল্প পরিদর্শন করেন।