করোনাভাইরাসশোবিজ
নায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে মারুফ বলেন, আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
তিনি জানান, নিউইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে স্ত্রীর জ্বরের কারণে এমনটা ছড়িয়েছে।
২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন।
কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়েই বাংলাদেশি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা।