করোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনার সময়ে যৌন সম্পর্ক কতটা নিরাপদ

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এ ভাইরাস মোকাবেলায় গণজমায়েতকে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেসে ‘সেক্স পার্টি’ বন্ধ হচ্ছে না। এ প্রসঙ্গে বলতে গিয়ে গবেষকরা জানিয়েছেন, এ সময়ে যৌনতা কতটা ঝুঁকির।

করোনা আতঙ্কে শুধু খেলা কিংবা কনসার্টই যে বন্ধ হয়েছে তা নয়, বিশ্বের বহু জায়গাতেই বন্ধ হয়েছে সেক্স পার্টি। যেমন ইংল্যান্ডের বাকিংহামশায়ারে ‘চেমসাম ডগিং’ সংস্থা কোভিড-১৯ প্রাদুর্ভাবে অগ্রিম নেয়া সব টাকা ফিরিয়ে দিয়েছে। আবার হংকং- এর একটি ক্লাবে পানাহারের সঙ্গে সঙ্গে চলে যৌনজীবন নিয়ে আলোচনা। একশ’ জনেরও বেশি সদস্য এ ক্লাবের। গত মাসে তা নেমে এসেছিল ৪০ জনে। এখন জনশূণ্য বললেই চলে!

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সেদিক থেকে ব্যতিক্রম। সেখানকার সেক্স পার্টির আয়োজকরা নতুন নতুন অফারের মাধ্যমে তাদের অনুষ্ঠানগুলো সচল রাখছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দ্য গার্ডিয়ান’কে এক কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী ইভেন্টগুলো চলছে। অনুষ্ঠানের প্রতিটি স্থানে অতিরিক্ত সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চুম্বনে অনুৎসাহিত করছি, যে কারণে করোনা ভর করা প্রায় অসম্ভব।’

ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক মু. মুনির বলেন, করোনাভাইরাস কোনো যৌনরোগ নয়। তবে যৌন মিলনের সময় যেমন দু’জনের মধ্যে খুব ঘনিষ্ঠ যোগাযোগ হয়, করোনাসহ অন্য যেকোনো সংক্রামিত ব্যক্তির ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। বিশেষভাবে চুম্বনই ভাইরাসের যাতায়াত বৃদ্ধি করে।’

‘আপনি যে ব্যক্তির সঙ্গে যৌনমিলন করছেন তাকে যদি চুম্বন না করেন, তাহলেও করোনভাইরাসকে সংকুচিত করা সম্ভব। দূষিত হাত সংক্রমণের একটি প্রধান উত্স। শুধু মাত্র যৌনতা নয়, যেখানেই হাতের ব্যবহার, সেখানেই এ ভাইরাস ছড়াতে পারে।’, এমনটাই বললেন মুনির।

গবেষক মুনির আরো বলেন, ‘ডেটিংয়ের গেলেও সংক্রমণে উচ্চ ঝুঁকি থাকে, কারণ আপনি অন্য ব্যক্তির সঙ্গে পাশাপাশি দীর্ঘসময় পার করছেন। চুম্বন করতে পারেন, তাদেরকে আলিঙ্গন করতে পারেন বা কয়েক ঘণ্টা ধরে তাদের হাত ধরে রাখতে পারেন। কারো সঙ্গে যোগাযোগের সময়কাল যত বেশি হবে, সংক্রমণ হওয়ার ঝুঁকি তত বেশি।’

করোনভাইরাসের কারণে বিভিন্ন দেশের সরকার স্কুল-কলেজ বন্ধ করে দিচ্ছে। অথচ সেক্স পার্টি চলাটা অদ্ভুত কাণ্ড! গবেষকরা বলছেন, ‘এ সময়ে এ ধরণের কাজ খুবই ঝুঁকিপূর্ণ।’

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজভ্রমণ নিউজ

Coronavirus date rate, Coronavirus date rate

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =

Back to top button