আন্তর্জাতিককরোনাভাইরাস

কোয়ারেন্টিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

এক ঘনিষ্ট সহযোগী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, নেতানিয়াহুর পার্লামেন্টারি অ্যাডভাইজার রিভকাহ পালুচের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর নেতানিয়াহুসহ প্রধানমন্ত্রীর দপ্তরের বেশকয়েকজন কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চিকিৎসকের সঙ্গে কথা বলে কোয়ারেন্টিনের সময়কাল নির্ধারণ করা হবে।

গত সপ্তাহেও নেতানিয়াহু ও রিভকাহ পালুচের সাক্ষাৎ হয়। এ কারণে সেলফ কোয়ারেন্টিনে যেতেই হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে কয়দিনের জন্য তিনি কোয়ারেন্টিনে যাবেন তা জানা যায়নি।

ইসরায়েলে এ পর্যন্ত চার হাজার ৩৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের ১৩২ জন সুস্থ হয়েছেন।

এদিকে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৩২ হাজার ৫৯২ জনে। মারা গেছেন ৩৪ হাজার ১৮০ জন আর আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ৪৬৩ জন।

এছাড়াও ইতালি, স্পেন,ফ্রান্স ও যুক্তরাজ্যে একদিনের ব্যবধানে প্রাণ হারিয়েছেন প্রায় ২ হাজার মানুষ। বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৩৭ হাজার; আর আক্রান্ত প্রায় ৮ লাখ।

২৪ ঘণ্টায় ইতালিতে ৮শ১২, ফ্রান্সে ৪শ১৮, স্পেনে ৪শতাধিক এবং যুক্তরাজ্যে ১শ৮০ জন প্রাণ হারান। স্পেনে প্রাণহানি ৭ হাজার ৩শ। ৮৫ হাজার আক্রান্ত নিয়ে চীনকে ছাড়িয়েছে, দেশটি। বেলজিয়ামে প্রাণহানি ৫শ ছাড়িয়েছে।

নেদারল্যান্ডনে নতুন প্রাণহানি ৯৩ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮শ৮৪ জনে। যুক্তরাষ্ট্রে একদিনে ৫শরও বেশি মানুষ মারা গেছেন। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দেড় লাখ।

নিউইয়র্কে নতুন করে ৪ এবং মিশিগানে ২ বাংলাদেশির মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন ২৭ বাংলাদেশি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ১০ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। ইরানে প্রাণহানি ২ হাজার ৭ শো।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজআন্তর্জাতিক টপ নিউজ

Coronavirus Outbreak, Coronavirus Outbreak

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eleven =

Back to top button