Lead Newsকরোনাভাইরাসতথ্যপ্রযুক্তি

করোনা রোগীর সেবার জন্য রোবট তৈরি করলো Team Savior ( ভিডিওসহ দেখুন )

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ঠেকাতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহব্বান জানাচ্ছে, কিন্তু ডাক্তারদের জন্য এই দূরত্ব বজায় রাখা খুবই কঠিন কারন ডাক্তারকে সবসময় রোগীর সেবা করার জন্য রোগীর কাছাকাছি থাকতে হয় আর ডাক্তারকে রোগীর সংস্পর্শ থেকে দূরে রেখে, প্রাথমিক ভাবে করোনা (কোভিড-১৯) রোগী সনাক্তকরণ থেকে শুরু করে কোরেন্টাইনরত রোগীকে সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের Team Savior তৈরি করলো সেবক নামে একটি রোবট।

Team Savior এর ফেসবুক টাইমলাইন ‍থেকে নেয়া বিস্তারিত তুলে ধরা হলো PositiveNews.com.bd এর পাঠকদের জন্য। 

গত ১৯/০৩/২০২০ তারিখে শুরু, ২৮/০৩/২০২০ তারিখে প্রাথমিক সফলতা। আলহামদুলিল্লাহ।।
গত ৯ দিন যাবত Team Savior চেষ্টা করে গেছে “সেবক” কে প্রস্তুত করতে ।
“সেবক” এর মূল উদ্দেশ্য হল ডাক্তার কে রোগীর সংস্পর্শ থেকে দূরে রেখে, প্রাথমিক ভাবে করোনা (কোভিড-১৯) রোগী সনাক্তকরণ থেকে শুরু করে কোরেন্টাইনরত রোগীকে সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করা… উল্লেখ্য, চীনে করোনা আক্রান্ত রোগীকে সেবা দিতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষণীয়।

ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর বলছে, তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করছে, কারণ চীন থেকে আসা সব বিমান এই বিমানবন্দর দিয়েই ওঠানামা করে।
একজন ডাক্তার বহু সংখ্যক রোগীকে চিকিতসা সেবা প্রধান করতে পারবেন বলে  সেবক কে ব্যবহার করে… কন্ট্রোল স্টেশন এর জন্য হাসপাতালের একটি ছোট রুম এবং একটি ল্যাপটপ ই যথেষ্ট…

“সেবক” এর কাজ কে আমরা তিনটি ভাগে ভাগ করেছিঃ

১। প্রাথমিকভাবে রোগী সনাক্তকরন। প্রয়োজনে রোগীর ব্যাসিক কিছু স্যাম্পল (কফ, মূত্র) সংগ্রহ করে টেস্টিং ল্যাব পর্যন্ত পৌছানো।

২। কোয়ারেন্টাইনরত রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ (সেবক এর সাহায্যে ডাক্তার রোগীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে, রোগীর বর্তমান অবস্থা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন)

৩। রোগীর প্রয়োজনীয় খাবার, ঔষধ সরবরাহ।

[embedyt] https://www.youtube.com/watch?v=kyx688h-Jmo[/embedyt]

বাংলাদেশ সরকার এবং উর্ধ্বতন কর্মকর্তারা যদি মনে করেন “সেবক” যাথাযথ ব্যবহার উপযোগী, তবে Team Savior দেশের প্রয়োজনে সদা প্রস্তুত।

প্রয়োজনেঃ
teamsaviorbd@gmail.com
01676307240
01676696996

সর্বোপরি মহান আল্লাহ এর কাছে সকলের সুস্থতা কামনা করি।

 

 

 

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজভ্রমণ নিউজ

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =

Back to top button