যমজ ‘করোনা ও ভাইরাসের’ জন্ম দিলেন এক নারী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক মেক্সিকান অন্তঃসত্ত্বা। সম্প্রতি মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হসপিতালে তিনি জন্ম দেন যমজ সন্তানের। যাদের একটি পুত্র ও অন্যটি কন্যা।
সাম্প্রতিক সময়ে মহামারি করোনার সঙ্গে লড়ছে বিশ্ব। আর সেই কারণে রাফেল গোঞ্জালেস তাঁর তাঁর যমজ সন্তান কন্যার নাম রাখলেন করোনা ও পুত্রের নাম রাখলেন ভাইরাস, খবর তিউনিসিয়া নিউমেরিখ।
গর্ভবতী থাকাকালীন টেস্টের মাধ্যমে ধরা পড়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রাফেল গোঞ্জালেস। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আর ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি।
রাফেল গোঞ্জালেস জানান, হাসপাতালের চিকিৎসদের মধ্যে একজন মজার ছলেই গোঞ্জালেসকে বলেন, তাঁর ভাইরাস জোসে মিগুয়েল গোঞ্জালেস নামে একটি ছেলে ও কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে হয়েছে।
তিউনিসিয়া নিউমেরিখের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর ওই নারী গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি।
রাফেল গোঞ্জালেস জানান, হাসপাতালের একজন চিকিৎসক মজার ছলেই বলেন, তার একজন কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে ও ভাইরাস জোসে মিগুয়েল নামে ছেলে হয়েছে। যেহেতু আগে থেকে কোনো নাম ঠিক করে না রাখায় চিকিৎসকের দেওয়া নাম পছন্দ হওয়ায় নাম গুলো রাখেন তিনি।
যেহেতু আগে থেকে সন্তানদের নাম ঠিক করে রাখেননি রাফেল গোঞ্জালেস, সেহেতু চিকিৎসকের দেওয়া নাম দুটি তাঁর খুব পছন্দ হয়। তাই সন্তানদের নাম তিনি করোনা ও ভাইরাস রাখার সিদ্ধান্ত নেন।
আরও খবর পেতে দেখুনঃ করনাভাইরাস আপডেট – পজিটিভ বাংলা নিউজ
Online News Update, Online News Update