Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

লকডাউন না মানলে ফিলিপাইনে গুলি করে হত্যার নির্দেশ!

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ফিলিপাইনে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন রোদ্রিগো দুতের্তে। এবার মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি। ফিলিপাইনে এ লকডাউন না মেনে অযথা কেউ বাইরে ঘোরাঘুরি করলে প্রয়োজনে তাকে গুলি করে হত্যার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট দুতের্তে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট সবাইকে সতর্ক করে বললেন, দেশের পুলিশ ও সামরিক বাহিনীকে করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন অমান্যকারীদের গুলি করে হত্যা করার আদেশ দিতে পিছপা হবেন না তিনি, খবর আলজাজিরা।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতের্তে বলেছেন, ‘সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল।’

ঘরের বাইরে বের হয়ে কারো বিপদ ডেকে না আনার অনুরোধ করে প্রেসিডেন্ট বলেন, ‘স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। কারণ এটা গুরুতর অপরাধ। আমার পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যদি ঝামেলা করে এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, তাহলে তাদের গুলি করে হত্যা করুন।’ তিনি আরো বলেন, ‘সরকারকে ভয় দেখাবেন না। সরকারকে চ্যালেঞ্জ দিবেন না। আপনারা হেরে যাবেন।’

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে লকডাউক। কিন্তু খাবার ও ত্রাণ না পাওয়ায় ম্যানিলার কুয়েজন সিটির একটি মহাসড়কে বস্তিবাসীর তীব্র প্রতিবাদের পর দুতের্তে এ হুঁশিয়ারি দিলেন। গ্রামের নিরাপত্তাকর্মী ও পুলিশ সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও শোনেনি অনেকে। আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২,৩১১ এবং মারা গেছেন অন্তত ৯৬ জন।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজ পজিটিভ ভিডিও 

Online Newspaper Bangla, Online Newspaper Bangla

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Back to top button