Lead Newsকরোনাভাইরাসভিডিওরাজনীতি

সিলেটে বিশাল খাদ্যফান্ড গঠন করলেন মেয়র আরিফুল (ভিডিও)

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে চলমান বাধ্যতামূলক ছুটিতে শ্রমজীবি-কর্মহীন মানুষের সাহায্যার্থে  খাদ্যফান্ড গঠন করলেন জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী । এরই মধ্যে তার ডাকে সাড়া দিয়ে সিলেটের ব্যবসায়ী, প্রবাসী, বিত্তবানদের অনুদানে প্রায় ১ কোটি টাকা ফান্ডে যোগ হয়েছে। আরিফুল হকের এই ফান্ডে সরকারও চাল দিয়েছেন বলে নিশ্চিত করেন মেয়র আরিফুল হক।

[embedyt] https://www.youtube.com/watch?v=3xPuWMWqnrM[/embedyt]

সিসিকে’র খাদ্য ফান্ডে অনুদান দিলেন খালেদা জিয়া

সিলেট সিটি করপোরেশনের “খাদ্য ফান্ডে” এক লাখ টাকার অনুদান দিলেন বাংলাদেশ জাতীয়বাদি দল- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেন।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটে সিলেট সিটি করপোরেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে বাধ্যতামুলক ছুটির কারণে নিম্নআয়ের শ্রমজীবি কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নিত্য আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ্য করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের উদ্দ্যোগে গঠিত “খাদ্য ফান্ডে” সমাজের বৃত্তবান, দানশীল ব্যক্তিবর্গের অনুদান অব্যহত রাখার আহবান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার কতৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে চলায় নগরবাসির প্রতি আহবান জানান সিসিক মেয়র। স্বাস্থবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিও গুরুত্ব দেন তিনি।

এদিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরেক উপদেষ্ঠা, সিলেট মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এম এ হক সিসিকের খাদ্য ফান্ডে ১ লাখ টাকার অনুদান দিন।

পর্যায়ক্রমে সিলেটের প্রায় ৬৭ হাজার পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান মেয়র আরিফুল।

জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে খাদ্যসমাগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়। এদিন নগরের চারটি ওয়ার্ডের প্রায় ৩৭০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ২৯ মার্চ মেয়র আরিফ সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রমজীবী অসহায় মানুষের জন্য খাদ্য ফান্ড গঠনের সিদ্ধান্ত নেন। এই ফান্ডে নিজের এক মাসের সম্মানী ভাতা প্রদানসহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সিলরও তাদের সম্মানীর একটি অংশ প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সবাই নিজেদের একদিনের বেতন এ ফান্ডে দিবেন।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস সর্বশেষ খবরবাংলাদেশি ভাইরাল নিউজ 

Ajker News, Ajker News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eleven =

Back to top button