খেলাধুলা

লর্ডসে অনার্স বোর্ডে নাম উঠল মোস্তাফিজের

ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নতুন এক কীর্তি গড়েছেন সাতক্ষীরা এক্সপ্রেস। পাকিস্তানের বিপক্ষে ১০ ওভার বল করে ৭৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। আর এই পাঁচ উইকেটের মাধ্যমেই ঐতিহাসিক লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছেন মুস্তাফিজুর রহমান। এর আগে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল ও পেসার শাহাদাত হোসেন রাজিব। তবে তারা দুজনই নাম তুলেছিলেন টেস্টে কিন্তু মুস্তাফিজ অনার্স বোর্ডে নিজের নাম তুললেন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে। এছাড়া ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন বাংলাদেশি এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমনটা বিশাল উজ্জ্বল্য ছড়িয়ে। নিজের প্রথম ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে বিশ্বক্রিকেটে জানান দিয়েছিলেন এক নক্ষত্রের আগমন হতে যাচ্ছে। জানান দিয়েছিলেন অদূর ভবিষ্যতে টাইগারদে বোলিং ভরসা হয়ে উঠবেন। কাটারে প্রতিনিয়ত বিভ্রান্ত করতেন ব্যাটসম্যানদের। মাঝখানে ছন্দপতন। সেখান থেকে বেরিয়ে চলতি বিশ্বকাপের শুরুতেও খুব একটা ভালো করতে পারেননি। নিজের আসল ছন্দটা খুঁজে পান ভারতের বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে ১০ ওভার বল করে এক মেডেনসহ ৫৯ রান দিয়ে ৫ উইকেট পান মুস্তাফিজ। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েন তিনি।

ভারত যেমন পথ হারিয়েছিল মুস্তাফিজে, ঠিক পাকিস্তানের একই অবস্থা হলো। ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ৩১৫ রান। মুস্তাফিজ পেলেন পাঁচ উইকেট। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন মুস্তাফিজ। এছাড়া একদিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে এ কৃতিত্ব দেখান কাটার বয়। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন তিনি। ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে দ্রুততম সময় উইকেটের সেঞ্চুরি করেন মুস্তাফিজ। টাইগার পেসার ছাড়িয়ে গেলেন ওয়াকার ইউনুস, ব্রেট লি, ডেনিশ লিলি, শোয়েব আক্তারের মতো কিংবদন্তীদের।

লর্ডসে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজের উইকেট ছিল ৯৮টি। ইমাম উল হককে হিট উইকেট ও হারিস সোহেলকে সৌম্য সরকারের তালুবন্দি করে উইকেটের সেঞ্চুরি করেন মুস্তাফিজ। ৫৪তম ইনিংসে শততম উইকেট পেলেন বাঁহাতি এই পেসার। ওয়ানডেতে দ্রুততম একশ উইকেট শিকারের রেকর্ডটি আফগান লেগ স্পিনার রশিদ খানের দখলে।

মাত্র ৪৪ ম্যাচে শততম উইকেটটি নেন তিনি। রশিদ ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের রেকর্ড। ১০০ উইকেট নিতে স্টার্ক খেলেন ৫২ ম্যাচ। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক ও নিউজিল্যান্ডের সাবেক পেসার শন বন্ড। সাকলায়েন ৫৩ ও বন্ড ৫৪ ওয়ানডে খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি। মুস্তাফিজ গতকাল পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিকে। লি তার ৫৫তম ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে অর্থাৎ ৫৪ ম্যাচ খেলে ১০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেন। তার আগে বাংলাদেশের আব্দুর রাজ্জাক ৬৯ ইনিংসে, মাশরাফি বিন মুর্তজা ৭৮ ইনিংসে, রুবেল হোসেন ৮০ ইনিংসে, সাকিব আল হাসান ৮৭ ইনিংসে ও মোহাম্মদ রফিক ১০৩ ইনিংস খেলে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।

৪২তম ওভারের পঞ্চম বলে ইমাম-উল-হককে ফিরিয়ে ৯৯ উইকেটে পৌঁছান। আর ৪৪তম ওভারের পঞ্চম বলে হারিস সোহেলকে আউট করে উইকেটের শতক পূর্ণ করেন। ৪৮তম ওভারের প্রথম বলেই শাদাব খানকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। তখন তার উইকেট সংখ্যা ১০১। এরপর ৪৯.৪ ওভারে ইমাদ ওয়াসিমকে মাহমুদুল্লাহর ক্যাচ বানান মুস্তাফিজ। পরের বলেই মোহাম্মদ আমির বাধ্য হন মুশফিককে কট বিহাইন্ড দিতে। তাতেই বিশ্বকাপে ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো পাচ উইকেট পেলেন মুস্তাফিজ। জেগেছিল হ্যাটট্রিকের সম্ভবনা। অধিনায়ক ইনিংসের শেষ বলটি দেখেশুনে মোকাবেলা করলে হ্যাটট্রিকের রেকড গড়তে পারেননি এই কাটার মাস্টার

মুস্তাফিজ তার ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ উইকেট নিয়েছেন ৫ বার। সবশেষ ভারতের বিপক্ষে বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেছেন তিনি। ৪ উইকেট নিয়েছেন ৪ বার। আর ক্যারিয়ার সেরা বোলিং ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট।

 

আরও খবর দেখুনঃ খেলার খবরবাংলা ভাইরাল নিউজ  

Positive News Sports, Positive News Sports

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Back to top button