আন্তর্জাতিককরোনাভাইরাস

‘উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হয়নি’

বিশ্বব্যাপী করোনাভাইসাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৫০০ জনের। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র উত্তরকোরিয়ায়।

কিম জং উনের উত্তর কোরিয়া দাবি করছে, দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসের শঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আলজাজিরা।

পারমাণবিক শক্তিধর দেশটিতে জানুয়ারি থেকে লকডাউন জারি আছে। চীনে আক্রান্তের খবর জানার সময় থেকেই তারা কঠোর নিয়ম মেনে চলছে।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল ইমার্জেন্সি এন্টি এপিডিমিকের প্রধান পাক মুংগ সু বলেন, ‘আমাদের প্রচেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে। আমাদের দেশে একজন মানুষও করোনায় আক্রান্ত নয়।’

পাক মুংগ সু আরো বলেন, ‘আমরা দেশে প্রবেশকারী সবার উপর উপর নজর রেখেছি, কোয়ারেন্টিন, বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ, পণ্য জীবাণুমুক্ত করা থেকে শুরু করে স্থল ও সমুদ্র সীমাও বন্ধ করে রেখেছিলাম।’

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল রবার্ট আবরামস বলেন, উত্তর কোরিয়ায় করোনাভাইরাসের কোনও সংক্রমণ নেই; এই দাবিটি পুরোপুরি মিথ্যা।

সিএনএন এবং ভয়েস অব আমেরিকাকে দেয়া স্বাক্ষাৎকারে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, আমার এখন পর্যন্ত যেসব গোয়েন্দা তথ্য পেয়েছি; তার ভিত্তিতে বলতে পারি উত্তর কোরিয়ার দাবিটি মিথ্যা এবং অসম্ভব। তবে দেশটিতে কতজন করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন, সেব্যাপারে সঠিক কোনও তথ্য দিতে পারেননি এই মার্কিন কর্মকর্তা। এছাড়া গোয়েন্দা তথ্য কোথায় থেকে এসেছে সেটিও জানাননি।

উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম এনকে নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ওলিভার হোথামও বলেছেন, উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ঘটনা থাকতে পারে। তিনি বলেন, চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ঘটনা না থাকাটা একেবারেই অসম্ভব। বিশেষ করে চীনের সঙ্গে দেশটির বৃহৎ সীমান্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তারা এটাকে প্রতিরোধ করতে পারে এমন কোনও সম্ভাবনা আমি দেখছি না।

তবে দেশটিতে এখনও পুরোমাত্রার প্রাদুর্ভাব শুরু হয়নি বলে জানান তিনি। ওলিভার বলেন, আসলে তারা অনেক আগেই পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমি মনে করি, তারা পুরোমাত্রার প্রাদুর্ভাবকে আটকাতে পেরেছে।

 

আরও খবর পেতে দেখুনঃ ১২ টা নিয়ম মেনে চলুন করোনা মুক্ত থাকুনস্বাস্থ্য নিউজ 

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =

Back to top button