হঠাৎ করেই রাস্তায় অসংখ্য মানুষের স্রোত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পায়ে হেঁটেই ছুটছে ঢাকার উদ্দেশে। এদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক।
শ্রমিকরা জানায়, ৫ তারিখ থেকে গার্মেন্টস খুলবে। ৪ তারিখ ভিড় বাড়তে পারে রাস্তায়, এজন্য আজই ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন এরা। কিন্তু ঢাকামুখী যানবাহন না পেয়ে চরম বেকায়দায় পড়তে হয়েছে তাদের। ছোট ছোট যানবাহনে অথবা কিছুদূর পায়ে হেটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই।
শ্রমিকরা জানায়, চাকরি রক্ষার ভয়ে তারা এই করোনার ভয় উপেক্ষা করেই যাত্রা করেছেন তারা।