Lead News

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে তৃতীয় বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের ক্ষেত্রে তৃতীয় স্থানে বাংলাদেশ। ৭টি দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে ৫ হাজার ৮৫৬জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাতীয় সংসদ ভবনে সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। পরে সংসদের গণসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকগণের পদমর্যাদা ও বেতনস্কেল জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সমমান করার জন্য পুনরায় সুপারিশ করা হয়।

কক্সবাজার খুরুশকুল আশ্রায়ণ প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং প্রকল্পের কাজের মান বৃদ্ধি ও সঠিক সময়ে সম্পাদন করার সুপারিশ করা হয় বৈঠকে। খবর আমাদের অর্থনীতি’র।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া বৈঠকের সভাপতিত্ব করেন।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এর সচিব আখতার হোসেন ভূঁইয়া, কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মোঃ মোতাহার হোসেন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 9 =

Back to top button