Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

‘এপ্রিলেই নিয়ন্ত্রণে আসবে মহামারি করোনা’

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দিন দিন লম্বা হচ্ছে। বিএনও-এর দেওয়া তথ্য মতে শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৭৭১ জনে পৌঁছেছে।

মহামারিটি নিয়ে যখন বিপদে পৃথিবী, ঠিক তখনই আশার বানী শোনালেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান কারোল সিকোরা।

সংবাদমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের মধ্যে বিশ্ব করোনা মুক্ত হবে বলে আশা করছেন বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি মেনে চললেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসেব মতে করোনায় আক্রান্ত হয়েছেন এমন একেকজন মানুষ দুই বা তার বেশিজনের মধ্যে করোনা ছড়াচ্ছে। অধ্যাপক সিকোরা বলছেন, চীন ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে নেওয়া তথ্য অনুযায়ী জানা যায় করোনায় মৃতের সংখ্যা এ মাসের শেষেই নিয়ন্ত্রণে চলে আসবে।

করোনায় ঠিক কোন দেশের কতজন আক্রান্ত হয়েছে তা মোট জনসংখ্যার সংখ্যার হিসেবে শতকরা বের করতে হবে। এ থেকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সামাজিক দূরত্বের মত বিষয়টিও শিথিল করা যাবে।

তবে অধ্যাপক সিকোরা এও আশঙ্কা করেছেন, আগামী দুই সপ্তাহ করোনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তারপরই আস্তে আস্তে এর প্রকটতা বিশ্বব্যাপী কমে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =

Back to top button