করোনাভাইরাসধর্ম ও জীবন

সন্ধ্যার পর ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি তাহেরী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কার্যত লকডাউন রয়েছে গোটা দেশ। এই সময়টায় খাদ্য সংকটে পড়েছে দিনমজুরেরা। অসহায় দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসছেন আলেম সমাজও।এবার দরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেন আলোচিত সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। নিজ গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সন্ধ্যার পর মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তাহেরী

তাহেরী বললেন, ‘প্রত্যেক সামর্থবানরা যত্রতত্র দান না করে নিজ নিজ গ্রামে দান করলে আমার মনে হয় কেউ আর অনাহারে থাকবে না। ধরেন, আমার গ্রামে একজন এসে ৫-৬ জনকে ত্রাণ দিয়ে গেলেন। উনিই আবার অন্য গ্রামে গিয়ে দান করলেন এভাবে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে।, এই চিন্তা করে আমি আমার গ্রামের দিনমজুরদের তালিকা তৈরি করেছি। এবং সে অনুযায়ী সন্ধ্যার পরে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়ে আসছি।’

সন্ধ্যার পরে কেন? এই প্রশ্নের জবাবে তাহেরী বলেন, ‘আমাকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে স্থানীয় স্কুল মাঠে নির্দিষ্ট দূরত্বের দাগ দিয়ে সারিবদ্ধভাবে ত্রাণ তুলে দিতে। কিন্তু বিষয়টা লোক দেখানো হয়ে যায়। আমি না করে দিয়েছি, আমি বলেছি ত্রাণ গ্রহীতার ছবি প্রকাশ্যে আসুক বা দান করার ছবি প্রকাশ্যে আসুক এটা আমি চাই না। এজন্য আমি সন্ধ্যার পরে সকলের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপইর গ্রামের দিনমজুরদের প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

ক’দিনের খাবার দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তাহেরী বলেন, ‘আমি তো বলেছি দানের বিষয়টা আসলে বলা ঠিক না। আমি বলতে চাই, এই মহামারী এটা কতদিন থাকবে বলা যাচ্ছে না। এখনই শেষ না। আমি গত ৫ দিন ধরে পরিকল্পনা করেছি কীভাবে আমার গ্রামের মানুষদের সহায়তা করবো। পরিকল্পনার অংশ হিসেবে আমি ত্রাণ দিয়েছি, দিচ্ছি। সামনে আরো সময় আছে, সেভাবেই আমি এগোবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। এছাড়া দেশে নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাসের খবরক্যারিয়ার নিউজ

Positive News, Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Back to top button