এবারের ইউএস ওপেন দেখল রুদ্ধশ্বাস ম্য়ারাথন ফাইনাল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা শিরোপা নির্ধারক ম্য়াচের পাঁচ সেটের লড়াইয়ের পর চ্য়াম্পিয়ন হলেন ৩৩ বছরের স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।
টুর্নামেন্টের পঞ্চম বাছাই ড্য়ানিল মেদভেদেভকে হারিয়ে স্প্য়ানিশ রাজপুত্র কেরিয়ারের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন ও ১৯ নম্বর গ্র্য়ান্ড স্ল্য়াম জিতলেন। নাদালের পক্ষে ফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪।
রোলা গাঁরোয় এই নিয়ে ষষ্ঠ বার ফাইনালে নেমেছিলেন ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স’ নাদাল। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্পেনের বাসিন্দা আবারও প্রমাণ করে দিলেন তিনি হার্ডকোর্টের মাস্টার।
লাল মাটির রাজা হিসেবে আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেনিস দুনিয়ায়। ৩৩ বছরের নাদাল ফাইনালে রাশিয়ানকে হারানোর পরেই অনন্য় নজির গড়লেন। বাঁ-হাতি এই খেলোয়াড় এখন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসাবে জিতলেন। এর আগে অস্ট্রেলিয়ার কেন রোসওয়াল ১৯৭০ সালে ৩৫ বছরে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন।