ঢাবির মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্রসংসদ নির্বাচনের আশা শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো দেশের অপরাপর বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাবির ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘প্রসঙ্গ উচ্চশিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
টিএসসি মিলনায়তনে আয়োজিত এ আলোচনাসভায় মন্ত্রী বলেন, ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আলোচনা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নুন্যতম দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধার জন্য কেন আন্দোলন পর্যন্ত যেতে হবে। বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনে আমি গিয়েছিলাম। তাদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালগুলোতে শিক্ষকরা আছেন। তারা শিক্ষার্থীদের অভিভাবক। মা-বাবা তাদের কাছেই রেখে এসেছেন। শিক্ষকরা তাদের দাবি না শুনলে, তাদের কাছে বলার সুযোগ না পেলে কোথায় যাবে। তার মতে, শিক্ষার্থীদের কথাগুলো শিক্ষকদের মাধ্যমেই মিমাংসা করা দরকার ছিল।
ঢাবিতে শিক্ষার্থীদের কথা বলার একটি স্থান রয়েছে। ডাকসুর মাধ্যমে তাদের সেই প্লাটফর্ম তৈরি হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আলোচনা করছি।
শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এবার বাজেট হয়ে গেছে। আগামী বাজেটে ঢাবিতে লাইব্রেরীর আধুনিকায়নে সর্ব্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।