আন্তর্জাতিককরোনাভাইরাসবিচিত্র

করোনার ভয়ে হেলিকপ্টার থেকে খ্রিস্টান ধর্মগুরুর আশীর্বাদ

ইকুয়েডরের সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের শহর গোয়াইয়াকিলের বাসিন্দাদের হেলিকপ্টারে চড়ে আশীর্বাদ করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু বিশপ জিওভান্নি বাতিস্তা৷ ইস্টার সানডে উপলক্ষ্যে আগামী রোববারও হেলিকপ্টার ব্যবহার করা হবে৷

বার্তা সংস্থা ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে হেলিকপ্টারে চড়েছিলেন বিশপ বাতিস্তা৷ তাঁর প্রার্থনা ফেসবুকে লাইভ প্রচার করা হয়৷ প্রার্থনার সময় বাতিস্তা বলেন, ‘বিধাতার অপার দয়া ও করুণার প্রতি বিশ্বাস রাখতে সব অসুস্থ ব্যক্তি ও পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি৷’

ইকুয়েডরে এখন পর্যন্ত চার হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ গোয়াইয়াকিল শহরের বাসিন্দা৷ এছাড়া মারা যাওয়া ২৭২ জনের অর্ধেকেরও বেশি মানুষ ঐ শহরের৷ গোয়াইয়াকিল ইকুয়েডরের সবচেয়ে বড় শহর৷

এক কোটি ৭৫ লাখ জনসংখ্যার দেশ ইকুয়েডরের প্রতি পাঁচজনের চারজন রোমান ক্যাথলিক৷

করোনার কারণে ইস্টারের সময় সব সমাবেশ বন্ধ রাখা হয়েছে৷ এই সময় বাড়ির জানালায় যিশু ও মেরির ছবি টাঙাতে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাথলিক চার্চ৷

এদিকে, ইকুয়েডরে ভ্যাটিকানের প্রতিনিধি আন্দ্রেস কারাসকোসা রাজধানী কিটোসহ কয়েকটি শহরে হেলিকপ্টারের চড়ে আশীর্বাদ করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 20 =

Back to top button