Lead Newsকরোনাভাইরাসজাতীয়

রাজধানীর যেসব এলাকা এখনো করোনা মুক্ত

ঢাকা মহানগরের ৫০ থানার মধ্যে ৩৩টি থানায় ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো মহানগরীর ১৭টি থানায় কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি। এসব থানায় যদি কঠোরভাবে লকডাউন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা মহাগর পুলিশের (ডিএমপি) আটটি বিভাগে এই ৫০টি থানা রয়েছে।

করোনাভাইরাস মুক্ত যেসব থানা

শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষণটেক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, যে কোনো এলাকা, মহল্লা, বাড়ি বা গ্রাম যদি পুরোপুরি লকডাউন করা যায় তাহলে সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ১০ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৪২৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এখন পর্যন্ত সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =

Back to top button