যুক্তরাষ্ট্রে বসে দেশের ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে বাংলাদেশ চেনালেন অস্কারজয়ী হলিউড অভিনেতা, গায়ক, গীতিকার ও পরিচালক জ্যারেড লেটো।
জ্যারেড লেটো ইন্সটাগ্রাম একাউন্ট থেকে লাইভ ভিডিও চ্যাটে আসেন, কথা বলেন ভক্তদের সঙ্গে। সেই লাইভে ভক্ত হিসাবে অংশ নিয়েছিলেন সাবিলা নূর। সেখানে শুরুতেই সাবিলা নূরের কাছে লেটো জানতে চান তার দেশ কোথায়। সাবিলা জবাবে বলেন, বাংলাদেশ। তারপর প্রশ্ন ছুঁড়ে বসেন, লেটো বাংলাদেশের নাম এর আগে শুনেছেন কী না?
সাবিলার এমন প্রশ্নের জবাবে জ্যারেড লেটো জানান, হাউ স্টুপিড ডু ইউ থিংক আই এম? (তুমি আমাকে কতটা মূর্খ ভেবেছো যে আমি বাংলাদেশকে চিনবো না?) আমি অবশ্যই বাংলাদেশ চিনি। প্রত্যেকেই বাংলাদেশকে চেনে, তুমি যদি না চেনো তাহলে তোমার সমস্যা, বাংলাদেশ একটি জায়ান্ট দেশ। প্রত্যেকেই বাংলাদেশকে চেনে। কাম অন।
এমন উত্তরে সাবিলা দ্বিধান্বিত হয়ে হলিউডের এই অভিনেতাকে বোঝাতে শুরু করেন, বাংলাদেশ জায়ান্ট দেশ নয়, এটি ইন্ডিয়ার পাশের একটি দেশ। যেন মৃদু ক্ষিপ্তই হন হলিউডের এই অভিনেতা। উল্টো সাবিলাকেই বাংলাদেশ চেনাতে শুরু করেন লেটো। বলেন, ‘বাংলাদেশকে খুব ভালো করেই চিনি এটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মিল রয়েছে, এটা বিশ্বের একটা অংশ।’
লেটো সাবিলাকে বলেন, তুমি ডাল চেনো? সাবিলা বলেন, হ্যাঁ। ফের তিনি বলেন, নান চেনো, সাবিলা বলেন, হ্যাঁ। ফের বললেন রুটি চেনো, সাবিলা বিস্মিত হতে হতে হ্যাঁ বলতে থাকেন। চানা মশলা সম্পর্কে জানো? সাবিলা বলেন, হ্যাঁ জানি এটাকে আমাদের দেশে ঝোলা বলে। ( পাঠকরাই বলতে পারবেন ছোলা নাকি ঝোলা নাকি চানা বলে)
জ্যারেড লেটো ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারী চরিত্রে লেটোর অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন।
একজন অস্কারজয়ী অভিনেতার সঙ্গে সাবিলা নূরের এমন কথোপকথনের ভিডিও স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে, চলতে থাকে আলোচনা সমালোচনা।