করোনা থেকে সেরে উঠেছে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের বিশ্বের ১৮ লাখ ৫২ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ১৪ হাজার ৯৯৩ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৭৫৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে চার লাখ ২৩ হাজার ৪৭৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে ঘরে ফিরেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৭ হাজার ৬৬৩ জন। স্পেনে ৬২ হাজার ৩৯১, ইরানে ৪৩ হাজার ৮৯৪, ইতালিতে ৩৪ হাজার ২১১, যুক্তরাষ্ট্রে ৩২ হাজার ৬৩৪ এবং ফ্রান্সে ২৭ হাজার ১৮৬ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া সুইজারল্যান্ডে ১২ হাজার ৭০০ জন, দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৪৪৭, কানাডায় সাত হাজার ১৭২, অস্ট্রিয়ায় ছয় হাজার ৯৮৭, বেলজিয়ামে ছয় হাজার ৪৬৩, অস্ট্রেলিয়ায় তিন হাজার ৩৩৮, তুরস্কে তিন হাজার ৪৪৬ ও মালয়েশিয়ায় দুই হাজার ১০৮ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এক লাখ ১৪ হাজার ২১৪ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।