সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসন্ন টি-টেন টুর্নামেন্টে দল পেয়েছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। গতকাল বুধবার রাতে এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
মারাঠা অ্যারাবিয়ানস প্রথম দল হিসেবে বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভেড়ায়। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তরুণ পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মুক্তার আলীকে দলে নেয় তারা।
বাংলা টাইগার্স তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসানকে দলভুক্ত করে। এ ছাড়া জাতীয় দলের নিয়মিত সদস্য অলরাউন্ডার নাসির হোসেনকে নিয়েছে পুনে ডেভিলস।
দুটি গ্রুপে মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। ‘এ’ গ্রুপে রয়েছে মারাঠা অ্যারাবিয়ানস, বাংলা টাইগার্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্স।
গ্রুপ ‘বি’ তে রয়েছে ডেকান গ্লাডিয়েটর্স, কালান্দার্স, টিম আবুধাবি ও পুনে ডেভিলস।
আবুধাবিতে ক্রিস গেইল, মারাঠায় শোয়েব মালিক, বাংলা টাইগার্সে ইশুরু উদানা, ডেকান গ্লাডিয়েটর্সে সুনিল নারিন, কালান্দার্সে শহীদ আফ্রিদি, দিল্লি বুলসে ডোয়াইন ব্রাভো, নর্দার্ন ওয়ারিয়র্সে আন্দ্রে রাসেল ও পুনে ডেলিভসে থিসারা পেরেরা আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন।
এদিকে ড্রাফটে থাকা বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত তারকা মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ দল পাননি। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে তারা।
আরও খবর পেতে দেখুনঃ লাইফ স্টাইল সংবাদ – ফুটবল খেলার খবর
Abu Dhabi T 10 League, Abu Dhabi T 10 League