শিল্প ও বাণিজ্য

আলিবাবাকে গুনতে হচ্ছে ১০০ কোটি ডলার জরিমানা!

বাজারে একচেটিয়া আধিপত্যের শাস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে চীনা ধনকুবের জ্যাক মা’র বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে। সম্প্রতি চীনা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শেষ কয়েক মাসে আলিবাবার নিয়ন্ত্রণে থাকা ছোট সংস্থা অ্যান্ট গ্রুপের লাগাম টেনে ধরে শি চিনপিং সরকার। বড় ধরনের বেশকিছু সমস্যা রয়েছে জানিয়ে শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাওয়া অ্যান্ট গ্রুপের যাত্রা স্থগিত করে দেয় চীনা কর্তৃপক্ষ। এ সময় আড়ালে চলে যান জ্যাক মা। এরপর জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার চীনা সংস্থাটিকে বিপুল পরিমাণ জরিমানা করা হতে পারে। যদিও এই জরিমানা নিয়ে চীনা প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২০১৫ সালে মোবাইল চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধেও এমন এক অভিযোগ এনেছিল চীন সরকার। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৯৭ কোটি ডলারের বেশি। তবে আলিবাবার জরিমানা সেই রেকর্ডকেও ভেঙে দিতে বসেছে।!

 

আরও খবর পেতে দেখুনঃ ধর্ম ও জীবন –  ইতিহাসের সাক্ষী  

Ali Baba News, Ali Baba News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =

Back to top button