Lead Newsজাতীয়রাজনীতি

ছাত্রলীগের মিলনমেলায় যোগ দিলেন শেখ হাসিনা

দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রভাগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনটির সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায় রূপ নিয়েছে। এতে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনস্থলে আসেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তখন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ হাসিনাকে বরণ করে নেন ছাত্রলীগের নেতারা। পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এরপর বাজানো হয় দেশাত্মবোধক গান।

এর আগে, সকাল থেকে নানা রঙের ব্যানার-ফেস্টুন হাতে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন-ছাত্রলীগের জন্মদিন’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা উদ্যান। দুপুর হতেই পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায়।

শনিবার (৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনস্থলের মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর প্রধান অতিথি হিসেবে তিনি আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।এর আগে, সকাল থেকে নানা রঙের ব্যানার-ফেস্টুন হাতে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ শুভ দিন-ছাত্রলীগের জন্মদিন’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা উদ্যান এলাকা। দুপুর হতেই পুনর্মিলনী অনুষ্ঠান রূপ নেয় ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলায়।

 

আরও খবর পেতেঃ শিল্প ও বাণিজ্য এবং শেখ হাসিনা

Tag: Bangladesh All Newspapers, All newspapers Bangladesh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Back to top button