বিবিধ

আবরারকে নিয়ে যা লিখলেন আজহারী

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বুধবার রাত আটটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ এ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ।

স্ট্যাটাসে পবিত্র কোরআন শরীফের সূরা আল-ইনফিতারের ১৩-১৪ নম্বর আয়াত উল্লেখ করে আজহারী লিখেন, ‘শহীদ আবরার ফাহাদ যেন আবরারদের সাথেই পরম আনন্দে থাকে।’

ওই আয়াতে উল্লেখ করা হয়, ‘নিশ্চই আবরার তথা ন্যায়নিষ্ঠগণ থাকবে জান্নাতে পরম আনন্দে, আর ফুজ্জার তথা দুরাচারগণ থাকবে জাহান্নামে।’

প্রসঙ্গত , গত বছরের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে-বাংলা হলে ছাত্রলীগের কিছু অসভ্য, উশৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ঘটনার পরদিন চকবাজার থানায় একটি মামলা করেন। এরপরে গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক সংবাদশিক্ষাঙ্গন নিউজ

Azhari News, Azhari News, Azhari News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =

Back to top button