Lead Newsখেলাধুলাফুটবল

বিশ্বসেরা প্লেমেকার অ্যাওয়ার্ড জিতলেন মেসি

Bangla News 24: Positive News Bangladesh

লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন ছোট ম্যাজিসিয়ান।

সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন, ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। এর আগে আরও একটি পুরস্কার জিতে নিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন তিনি।

এই নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন মেসি। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার নিজের করে নেন বার্সেলোনা তারকা। এর আগে কাতালান ক্লাবটির সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেস চারবার পুরস্কারটি জিতেছিলেন। Bangla News 24

বিশ্বের ৯০টি দেশের ফুটবল বিশেষজ্ঞরা এই পুরস্কারের জন্য তাদের ভোট দিয়ে থাকে। তাতে কেভিন ডি ব্রুইনে ও এডেন হ্যাজার্ডকে পেছনে ফেলে আইএফএফএইচএস’র সেরা প্লেমেকারের পুরস্কারটি জিতলেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের পয়েন্ট ছিল ২৯৯। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনের পয়েন্ট মেসি থেকে ২১৪ পয়েন্ট কম, মাত্র ৮৫।

ইংলিশ সংবাদমাধ্যম স্টান্ডার্ড ডট ইউকে-এর প্রতিবেদনে বলা হয়, ‘গতবার ফিফা বেস্ট ও প্লেমেকার পুরস্কার পাওয়ার পর ব্যালন ডি’অর জিতেছিলেন মদরিচ। এবার মেসির ক্ষেত্রে সেটাই ঘটছে।’ ব্যালন ডি’অর জয়ের পথে মেসির সবচেয়ে বড় বাঁধা নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইকও সমর্থন দিচ্ছেন এ আর্জেন্টাইনকে। দুদিন আগে ভ্যান ডাইক বলেন, ‘আমি মনে করি মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এবং তিনি এবারের ব্যালন ডি’অর প্রাপ্য।’ আগামী ২রা ডিসেম্বর এবারের ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে। আইএফএফএইচএস বর্ষসেরা প্লে মেকার পুরস্কারের প্রবর্তন ২০০৬ সালে।

গোল করানোয় ২০১৯ সালটা দারুণ ছিল মেসির। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭টি গোলে অবদান ছিল তার। তার এই অবদান বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

নিত্য নতুন দৈনিক খবর পেতে ক্লিক করুন Bangla News 24: Positive News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =

Back to top button