ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন চাকমা। করোনা আতংকের কারণে তাকে ভর্তি করা হয়নি। অবশেষে বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি।
কদিন আগে তিনি ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনা জন্য আমার মরে যেতে হবে। তার সেই কথাই সত্য হলো।সোমবার তিনি মারা যান।
জানা গেছে, সুমন চাকমা ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে উনার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরেও চিকিৎসা নিতে পারেননি।
করোনা আতঙ্কের মধ্যে এভাবে হাসপাতালে ভর্তি হতে না পেরে নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন সুমন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২তম ব্যাচের। জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। সুত্র ক্যাম্পাসলাইভ
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সৈয়দা তাহমিনা আখতার বলেন, “সুমনের ক্যান্সার ধরা পড়ার পর আমরা তার চিকিৎসার জন্য সহযোগিতা করেছি। ভারত থেকে চিকিৎসার পর অনেকদিন ক্লাসও করেছে। সেটা জানিনা। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।”
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, “অত আগের ঘটনা আমার মনে নেই, তাছাড়া এ বিষয় কারও কোনো অভিযোগও পাইনি। যদি ডাক্তার দেখানোর জন্য ১০ টাকার টিকেট করেও সেবা পায়নি এমন ঘটে থাকে, তাহলে তার তথ্যপ্রমাণ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
“তবে আমাদের নীতিমালায় আছে, কোনো রোগীকেই প্রাথমিক চিকিৎসা না দিয়ে আমরা অন্যত্র পাঠাই না।”
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করেও কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
এদিকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদও (পিসিপি) তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা এক শোক বার্তায় বলেন, “চিকিৎসার অভাবে সুমন চাকমার মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দেশের মানুষ বর্তমানে কী ভয়ানক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
একজন দীর্ঘদিনের সহযোদ্ধার অকাল মৃত্যু পর্বতের চেয়েও ভারি এবং পীড়াদায়ক। এই ক্ষতি কোনোভাবে পূরণ হবার নয়।”
আরও খবর পড়ুনঃ করোনাভাইরাস নিউজ – বাংলা ভাইরাল নিউজ
Bangla News All,Bangla News All