অস্ট্রেলিয়ার দাবানল; শিক্ষা যখন নতুন করে ঘুরে দাঁড়াবার
ছবিগুলো নজিরবিহীন দাবানলে ছারখার হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার ভস্মিভূত জঙ্গলের ছাই ভেদ করে গজিয়ে উঠা ঘাস ও গাছের চারার।
প্রকৃতি আমাদের কত কিছুই না শিক্ষা দিয়ে যায়! যদিও আমরা বুঝি না। ছবিগুলোর দিকে একটু ভালো করে খেয়াল করলেই এর থেকে আমরা আমাদের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঝড়ের মাঝেও ঘুরে দাঁড়ানোর ছবক পেতে পারি। নতুন প্রাণের সন্ধান করতে পারি। আশার সঞ্চার করতে পারি।
আমরা খুব অল্পতেই ভেঙে পড়ি। কিন্তু প্রকৃতি আমাদের শিক্ষা দেয় ঘুরে দাঁড়ানোর, নতুন করে, নতুনভাবে শুরু করার।
অবশেষে অস্ট্রেলিয়ায় বৃষ্টি নেমেছে আর তাপমাত্রাও কমেছে-কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দেশটিতে বুশফায়ার বলে পরিচিত যে দাবানল জ্বলছে তা আবারো বেগবান হবে।
সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত পূর্ব উপকূলীয় এলাকায় মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। তবে নিউ সাউথ ওয়েলসের কিছু কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু রবিবার রাতে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যে, বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আবারো বেড়ে যাবে।
তারা আরো বলছে, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে যে ব্যাপক আগুন জ্বলছে তা মিলে গেলে একটি মেগা ফায়ার বা বিশালাকার আগুন তৈরি হতে পারে।
“স্বস্তির কোন সুযোগ নেই,” সোমবার সকালে সতর্ক করে একথা বলেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডসি বেরেজিকলিয়ান।
আগুনের কারণে যারা গৃহহীন হয়ে পড়েছেন সেসব হাজারো মানুষকে সহায়তা দেয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
“এখন উদ্ধার তৎপরতা চালানোর সময়, যারা ঘর হারিয়েছে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আরও খবরঃ প্রকৃতি ও জলবায়ূ – দাবানল
Tag: Bangla news bd 24, Bangla news bd 24