ভাইরাল

নিজে রক্তাক্ত হয়েও সন্তানকে খাওয়াচ্ছে মা, ছবি ভাইরাল

মায়ের ভালবাসা’ ব্যাখ্যার অতীত। মা যতই বিপদে থাকুক সন্তানকে বুকে জড়িয়ে রাখেন। এমনই এক দৃষ্টান্ত সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। দুর্ঘটনায় রক্তাক্ত শরীর, তবুও কোলের সন্তানকে বুকে আগলে রেখে স্তন্যপান করিয়ে চলেছে।

ছোট্ট একটি সম্বোধন ‘মা’! অথচ ছোট্ট এ শব্দ শুনলেই যেন আকাশ সমান ভালোবাসার কথা মাথায় আসে! কারণ, হাজার অসুবিধা থাকুক তিনি তাঁর সন্তানের প্রতি কর্তব্যে অবিচল। তাঁর সহজিয়া আলিঙ্গনে গলে যায় মোম, ভিজে যায় সন্তানের চোখের কোণা। সেই এমনই এক মায়ের সন্ধান মিলল, দুর্ঘটনার কারণে যাঁর রক্তাক্ত শরীর। তবুও কোলের সন্তানকে বুকে আগলে রেখে স্তন্যপান করিয়ে চলেছেন তিনি।

না, কোনো মানুষের কথা বলছি না! এ কাহিনি নিতান্তই এক মা হনুমান এবং তার সন্তানের। এমনই এক ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে রক্তাক্ত এক হনুমান। আর তার কোলে সন্তান। সেই রক্তাক্ত অবস্থাতেই কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছে সে।

 

তো ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। হাইওয়েতে বসে রয়েছে সেই মা হনুমান। কোনও দুর্ঘটনার কারণেই ব্যাপক ভাবে জখম হয়েছে সেই মা! কিন্তু কী ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে, তা নিয়ে কিছুই জানা যায়নি। হায়দরাবাদের কাছেই সঙ্গরেড্ডি জেলার নরসাপুরে ঘটেছে এই ঘটনা।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মা হনুমানের প্রতি ভালোবাসার ডানা মেলে দিয়েছেন নেটপাড়ার মানুষজন। কেউ বলছেন, সত্যিই তিনি শুধু মা! কেউ আবার বলছেন, এই মায়ের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে। কেউ কেউ আবার মায়ের রক্তাক্ত দশা দেখে শীঘ্রই শুশ্রুষার কথাও বলছেন। সূত্র: কালের কণ্ঠ

 

আরও খবরঃ ভাইরাল নিউজলাল বান্দর 

Tag: Bangla  news daily, Bangla daily news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Back to top button