জাতীয়

ভিপি নুরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের জন্য অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মনিরুজ্জামান স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর বরাবর এই নোটিশ পাঠান।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে নুরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়েছে, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

ভিপি নুরুল হক নুর কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের উপর হামলা করা হয়। সেসময় তার সাথে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরাও হামলার শিকার হন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকনের পাঠানো এ নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

“ভিপি নুর কেবলমাত্র রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। তিনি বারবার আক্রমণের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে রাষ্ট্রের তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন,” যোগ করা হয় নোটিশে।

গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২৮ জন আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা ফারাবী ও সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।

চলতি বছরের ১১ মার্চ এবং ২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঞ্ছিত হন নুর। এছাড়া গত ২৬ মে বগুড়া জেলায় তার ওপর হামলা হয়। সব হামলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

আর সংবাদ দেখতেঃ রাজনীতিভিপি নূর 

Tag: Bangla news of today, Bangla news today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =

Back to top button