‘আত্মগোপনে’ থাকা মাওলানা সাদের অডিও বার্তা প্রকাশ
ভারতে দ্রুত হারে বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতের ধর্মীয় অনুষ্ঠানে প্রায় নয় হাজার মানুষের জমায়েতের বিষয়টি সামনে আসতেই আলোড়ন শুরু হয়ে যায় দেশে।
জানা যায়, ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ২১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয় সাতজনের। মনে করা হচ্ছে অন্তত ৪০০ জন করোনা আক্রান্তের যোগসূত্র রয়েছে এই অনুষ্ঠানের সঙ্গে। বিষয়টি নিয়ে আলোড়ন শুরু হওয়ার পর জামাতের প্রধান ৫৬ বছর বয়সী মাওলানা সাদ কান্দালভির খোঁজ নেই। তাঁকে খোঁজা শুরু হয়েছে ২৮ মার্চ থেকে।
সুত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মাওলানা সাদেরও করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। দিল্লি পুলিশের একটি দল উত্তর প্রদেশের মুজাফফরনগরেও গেছে সাদের খোঁজে। তল্লাশি চলছে রাজধানীতেও। ১৪টি হাসপাতালের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে।
মাওলানা সাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি মারকাজ নিজামুদ্দিনে মানুষকে জমায়েত হতে উৎসাহ দিয়েছেন। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বড় জমায়েতে নিষেধাজ্ঞার সময় তিনি এই কাজ করেন বলে অভিযোগ আছে। এমনকী তিনি বাড়ি খালি করে দেওয়ার দুটি পুলিশি বিজ্ঞপ্তিও অগ্রাহ্য করেন বলে অভিযোগ করেছে পুলিশ।
এই অবস্থায় সামনে এসেছে তাঁর দুটি অডিও ক্লিপ। বুধবার প্রকাশ্যে আসা ওই দুটি ক্লিপে তাঁকে দাবি করতে শোনা যায়, তিনি দিল্লিতেই আছেন। এক চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।
অডিও বার্তা দুটি মারকাজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রথম অডিওতে সাদকে বলতে শোনা যায়, ‘মৃত্যুর জন্য শ্রেষ্ঠ জায়গা হল মসজিদ।’ তিনি জোর দিয়ে দাবি করেন, তাঁর অনুগামীদের কোনো ক্ষতি করতে পারবে না করোনাভাইরাস।
দ্বিতীয় ক্লিপে অবশ্য একদম ভিন্ন সুরে কথা বলেছেন তিনি। সেখানে সাদ সবাইকে সরকারের গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন ও বড় জমায়েত এড়িয়ে চলতে বলেন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে সারা বিশ্বে যা হচ্ছে তা মানবতার অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত। এটাই আল্লাহর ক্রোধ প্রশমিত করার একমাত্র উপায়। সকলকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। যেখানেই আমাদের সদস্যরা রয়েছেন, তাঁরা যেন প্রশাসনের নির্দেশ মেনে চলেন।’
‘নিজেকে কোয়ারেন্টিনে রাখুন, যেখানেই থাকুন না কেন। এটা ইসলাম বা শরিয়তের বিরোধী নয়,’ তিনি বলেন।
আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস সর্বশেষ খবর – বিচিত্র বাংলা নিউজ
Bangla News Online, Bangla News Online