জাতীয়

ঢাবি শিক্ষার্থীকে ‘ধর্ষণকারী’ মজনু একজন সিরিয়াল রেপিস্ট

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনা র‌্যাব যাকে আটক করেছে তার নাম মজনু। আটক মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু নিজেই স্বীকার করেছে সে একজন সিরিয়াল রেপিস্ট।

গাজীপুরের টঙ্গী থেকে আটক মজনুকে নিয়ে বুধবার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে আসে র‌্যাব। সেখানে এসব তথ্য জানানো হয়।

রোববার (৫ জানুয়ারি) বিকেল বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে, সূত্র জাগো নিউজ।

মজনুর বাড়ি নোয়াখালী, পেশায় ফুটপাথের হকার। ওই এলাকায় হকারি করার পর রাতে আশপাশেই থাকে। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

স্বীকারোক্তিতে মজনু জানায়, ধর্ষণের পর ওই ছাত্রীকে হত্যার সিদ্ধান্ত নেয়। তবে পরে বিরত থাকে।

তাকে ‘মাদকাসক্ত’ ও ‘নিরক্ষর’ বলে উল্লেখ করে র‌্যাবের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে গাজীপুর থেকে এই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করার কথা গভীর রাতে জানায় র‌্যাব।

রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।

সে দিন বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানা এলাকার শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন তিনি।

সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে সিএনজিচালিত অটোরিকশা চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান সহপাঠীরা।

 

 

আরও খবরঃ ভাইরাল ও  ধর্ষণ 

Tag: Bangla news paper of today, Today Bangla news paper

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =

Back to top button