Lead Newsকরোনাভাইরাসজাতীয়

আরও একটি জাতীয় দৈনিক পত্রিকা বন্ধ ঘোষণা

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে দেশের আরও একটি জাতীয় দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকা তাদের প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

দেশের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট আগামীকাল মঙ্গলবার থেকে তাদের প্রকাশনা (প্রিন্ট ভার্সন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পত্রিকাটির অনলাইন সংস্করণ আগের মতই চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষিতে এর আগে জাতীয় পর্যায়ে মানবজমিন, আলোকিত বাংলাদেশ ও দ্য নিউজ টুডে পত্রিকাও তাদের প্রিন্ট ভার্সন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এছাড়া ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে দৈনিক পত্রিকা বন্ধের ঘটনা ঘটেছে। প্রাণঘাতী এ ভাইরাসের আতঙ্কে রাজশাহী, যশোর, ও সিলেটের সব স্থানীয় দৈনিকের প্রকাশনা সাময়িক বন্ধ হয়ে গেছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে হকারদের পত্রিকা বিক্রি বন্ধ এবং কর্মরত সাংবাদিক ও কমর্কর্তা-কর্মচারীদের ঝুঁকিমুক্ত রাখতেই পত্রিকাগুলোর প্রকাশনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন।

সংবাদপত্র মালিকদের অনুরোধ করেছেন হকারদের পাশ দেবার জন্য। গত বুধবার এক ঘোষণা দিয়ে বর্তমান পত্রিকা আপাতত বন্ধ রাখার কথা জানিয়েছে। এদিকে আনন্দবাজার পত্রিকা দৈনিক মুদ্রণ সংখ্যা কমিয়ে দিয়েছে বলে জানা গেছে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানানো হচ্ছে  স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে কাগজ ছাপা হওয়ার কথা।

শুক্রবারের সংস্করণে এক ঘোষণায় বলা হয়েছে, সব রকম চেষ্টা চালানো হচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সংবাদপত্র সরবরাহ স্বাভাবিক করা যায়। একইসঙ্গে পত্রিকার বিভিন্ন বিভাগ প্রকাশ বন্ধ রাখা হয়েছে।

পৃষ্ঠা সংখ্যা শুক্রবার কমিয়ে ১০ পৃষ্ঠা করা হয়েছে। এদিকে ভারতের সংবাদপত্র সম্পাদকদের সর্বভারতীয় সংগঠন  এডিটরস গিল্ড এক বিবৃতিতে সংবাদকর্মীদের কাজে পুলিশের বাধাদান নিয়ে সরব হয়েছে।

এ নিয়ে করোনায় মোট ১৩ জনের মৃত্যু ও ১১৭ জন আক্রান্ত হলেন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

 

আরও খবর পেতে দেখুনঃ আজকের ভাইরাল নিউজপজিটিভ ভিডিও 

Bangla News Paper All, Bangla News Paper All

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + six =

Back to top button