বিবিধ

গভীর রাতে কম্বল নিয়ে অসহায়দের বাড়িতে সুনামগঞ্জের ডিসি

গভীর রাতে সামর্থ্যবান মানুষগুলো শীতে বাড়িতে ল্যাপ বা কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছে। আর রাস্তায় বিভিন্নস্থানে শৈত প্রবাহে কম্বল বা ল্যাপের অভাবে কাতরাচ্ছে ছিন্নমূল ও অসহায় মানুষ। তাই অসহায় এ মানুষগুলোর পাশে দাঁড়াতে গভীর রাতে কম্বল নিয়ে বের হয়ে পড়লেন সুনামগঞ্জের ডিসি।

চলমান শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে কাঁপছে নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। এসব মানুষের কষ্ঠ লাঘবে শীতবস্ত্র (কম্বল) নিয়ে বাড়ি বাড়ি গেলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ি, হাজীপাড়া, মল্লিকপুর, ওয়েজখালী, বারঘরসহ বিভিন্ন এলাকার ৫২টি পরিবারের ও রাস্তার পাশে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে দেখে শীতে কষ্ট পাওয়া মানুষরা খুশিতে আত্মহারা হয়ে যান।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শীতবস্ত্র বিতরণের জন্য যে শীতবস্ত্র দেয়া হয়েছে আমি সেগুলোই দিতে এসেছি। আমার জেলার দরিদ্র মানুষ শীতে কষ্ট পাক আমি তা চাই না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের কাছে দেয়া হয়েছে। তারা তাদের নিজ নিজ উপজেলার শীতার্ত মানুষের মাঝে তা বিতরণ করছেন, সূত্র জাগো নিউজ।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান, সহকারী কমিশনার জহিরুল আলম, এসএম রেজাউল করিম, মো. রিফাতুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবরঃ  কৃষি ও জলবায়ু এবং মানুষ মানুষের জন্য

Tag: Bangla news paper of today, Bangla news paper today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =

Back to top button