করোনাভাইরাসবিচিত্র

করোনা ঘোড়া চালিয়ে সচেতনতা বাড়াচ্ছে ভারতের পুলিশ

ভারতে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের পুলিশ। গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের রাস্তায় দেখা যায় একটি বিশেষ ঘোড়ার। সাদা ঘোড়ার গায়ে গোলাপী করোনাভাইরাস এঁকেছেন স্থানীয় থানার সাব ইন্সপেক্টর মারুতি শংকর।

তিনি বলেন, ‘আমি ঘোড়ার গায়ে করোনাভাইরাস এঁকেছি। এটি দৃষ্টি আকর্ষনীয় যেমন হয়েছে তেমনি করোনা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতেও কাজে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আধুনিক শহরের মতো প্রচার আমাদের এই অনুন্নত জায়গায় করা সম্ভব নয়। তাই আমাদের পুলিশ সুপার বলেছিলেন, করোনা সচেতনতায় নতুন ধারনা নিয়ে আসতে। সেখান থেকেই আমার এই প্রচেষ্টা। অনেক জায়গায় পুলিশ যমজার সেজে ঘুরে বেড়াচ্ছে। এসব শুধুমাত্র করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়াস।’

মারুতি শংকর জানান, ঘোড়া হলো দ্রুততার প্রতীক। তার গায়ে করোনাভাইরাস আঁকা মানে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, ‘বয়স্ক মানুষ যারা দৈনিক খবর শুনতে পারেন না, তাঁদের সচেতন করতে পেরে আমার এই প্রচেষ্টা সফল বলে আমি মনে করি। ঘোড়ার গায়ে যে রঙ দিয়ে করোনাভাইরাস আঁকা হয়েছে সেই রঙটি ধুয়ে ফেললেই উঠে যাবে। ফলে ঘোড়ার শারিরীক ক্ষতির কোনো আশঙ্কা নেই।’

তিনি বলেন, ‘আমি ঘোড়ার গায়ে করোনাভাইরাস এঁকেছি। এটি দৃষ্টি আকর্ষণীয় যেমন হয়েছে, তেমনি করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতেও কাজে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আধুনিক শহরের মতো প্রচার আমাদের এই অনুন্নত জায়গায় করা সম্ভব নয়। তাই আমাদের পুলিশ সুপার বলেছিলেন করোনা সচেতনতায় নতুন ধারণী নিয়ে আসতে। সেখান থেকেই আমার এই প্রচেষ্টা। অনেক জায়গায় পুলিশ যমজার সেজে ঘুরে বেড়াচ্ছে। এসব শুধু করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়াস।’

মারুতি শংকর জানান, ঘোড়া হলো দ্রুততার প্রতীক। তার গায়ে করোনাভাইরাস আঁকা মানে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।

তবে তাঁর সচেতনতা বৃদ্ধির পদ্ধতি অনেকের কাছে প্রশংসনীয় মনে হলেও অনেকে এর সমালোচনাও করেছেন। বিশেষ করে নেটিজনদের অনেকেই বলেছেন, ঘোড়ার গায়ে এভাবে ছবি আঁকা মোটেই ঠিক হয়নি।

 

আরও খবর পেতে দেখুনঃ করোনাভাইরাস নিউজপজিটিভ ভিডিও

Bangla News Today, Bangla News Today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fifteen =

Back to top button