Lead Newsপ্রকৃতি ও জলবায়ূ

আবারও আসছে ৩ দিনের শৈত্যপ্রবাহ, সঙ্গে বৃষ্টিও

হাড় কাঁপানো শীতের মধ্য দিয়ে শেষ হলো চলতি বছরের প্রথম শৈত্যপ্রবাহ। আবারও দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ নামতে পারে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশের আকাশ মেঘে ঢাকা থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। এছাড়া আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর আরও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশের আকাশ মেঘে ঢাকা থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারও দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং আগামী শুক্রবার ও শনিবার আরও একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে।

তবে রবিবার ও সোমবার সারা দেশে শীতের দাপট কিছুটা কমছিল বলে বাসসের খবরে জানিয়েছে।

১৮ ডিসেম্বর রাত থেকে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ দেশব্যাপী শীতের দাপট শুরু হয়। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রবিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও দিনাজপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে উল্লেখ করা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আরও সংবাদ এখানেঃ কৃষি ও জলবায়ু এবং এই শীতে ত্বকের যত্ন

Tag: Bangla news today paper, Bangla news paper today

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + five =

Back to top button