শোবিজ

দুই সন্তানসহ বিয়ের খবর জানালেন সাইমন

অভিনেত্রী অপু বিশ্বাসের পর সন্তানসহ বিয়ে খবর মিডিয়াকে জানালেন অভিনেতা সাইমন সাদিক । শনিবার ফেসবুক পেইজে স্ত্রীও সন্তানের ছবি দিয়ে নিজের বিয়ের খবর জানিয়েছন তিনি। অবশ্য অপুর মতো কোনো অভিযোগ ছিলনা সাইমনের। স্কুলে সন্তানের ভালো ফলাফলের খুশি সবার সাথে শেয়ার করে নিতেই তার এই ঘোষণা।

তিনি বলেন, আমি বিয়ে করেছি ২০১৪ সালের ডিসেম্বরে। দীর্ঘ অনেক দিন প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে আমাদের। স্ত্রীর নাম দীপা সাদিক, ঢাকার মেয়ে।

সাইমনের বিয়ের বিষয়ে কাছের কয়েকজন ছাড়া তেমন কেউ জানতো না। দীর্ঘ ৯ বছর প্রেম করার পর বিয়ে করেন তারা। এমনটাই জানালেন চিত্রনায়ক সাইমন। সাইমন-দীপা দম্পতির রয়েছে দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম সাদিক মো: সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করেছেন। আর ছোট ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়্যার। তার বয়স পাঁচ মাস।

সাইমন সাদিক বলেন, আমার বিয়ের বিষয়টা অনেকেই জানতো না, শুধু কাছের কয়েকজন ছাড়া। ভালোবেসে বিয়ে করেছি। নিপার সাথে আমার প্রেম ছিল নয় বছরের। দুজন দুজনকে খুব ভালবাসি আর সেই ভালবাসাকে পূর্ণতা দিতেই আমরা বিয়ে করি। কিন্তু এই বিষয়টা এতদিন প্রকাশ্যে আনিনি। আজ ছেলের আনন্দে বিষয়টি সবার সামনে নিয়ে এসেছি।

ছেলেকে নিয়ে তিনি বলেন, বাবা হওয়ার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মত না। আমার কাছে আমার ছেলেই সবকিছু। আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই। আজকে আমার বড় ছেলে তার জীবনের প্রথম পরীক্ষায় প্রথম হয়েছে। এটা আমার জন্য অতি আনন্দের। আর তাই আজকে এই খুশীতে আত্নহারা হয়ে ছেলের ছবি প্রকাশ করি।

উল্লেখ্য, ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে আগমন ঘটে। এরপর ২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। এরপর একাধারে এর বেশি ভালবাসা যায় না, তোমার কাছে ঋণী, স্বপ্নছোঁয়া, তুই শুধু আমার, ভুলতে পারি না তারে, অ্যাকশন জেসমিন, ব্ল্যাক মানি, চুপি চুপি প্রেম, মাটির পরী, পুড়ে যায় মন, অজান্তে ভালোবাসা ও জান্নাত ছবিতে অভিনয় করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে ২০১৮ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমাটি। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহিকে

 

আরও নতুন খবর জানতেঃ প্রতিদিনের ভাইরাল খবর বাংলা শোবিজ নিউজ

Bangla showbiz, Bangla showbiz

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nine =

Back to top button