টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুনভাবে দল সাজাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে শুরু করে পরিবর্তন এসেছে প্রোটিয়াদের কোচিং বিভাগেও। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মার্ক বাউচারকে। ২০২৩ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচিংয়ের নেতৃত্ব দেবেন বাউচার।
নতুন দায়িত্ব পাওয়ার পর এরই মধ্যে কাজে লেগে পড়েছেন দেশটির সাবেক এই কিপার-ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে দল সাজাতে দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পরই জানালেন এবিকে ফেরানো নিয়ে নিজের প্রথম উদ্যোগের কথা। প্রধান কোচের পর এবার দলটির অধিনায়ক ফাফ দু প্লেসিও জানালেন এবিকে ফেরানো নিয়ে নিজেদের চেষ্টার কথা।
২০১৮ সালে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এর পর থেকে দেশ-বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মাতিয়ে বেড়াচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মেও রয়েছেন।
এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ফিরতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু বোর্ডের অনীহার কারণে আর ফেরা হয়নি। বছর ঘুরে আবারও আসছে বিশ্বকাপ। নতুন বোর্ডের অধীনে নতুন কোচ চাইছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিরুক ডি ভিলিয়ার্স।
এ প্রসঙ্গে অধিনায়ক দু প্লেসি বলেন, ‘মানুষ এবিকে চায় এবং আমিও তার ব্যতিক্রম নই। দুই-তিন মাস ধরেই আলোচনা চলছে।’
তিনি আরো বলেন, ‘টেস্ট ক্রিকেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। এই সংস্করণে খুব বেশি ম্যাচও থাকে না। আমার মনে হয়, মৌসুমে ২০টির মতো টি-টোয়েন্টি ম্যাচ হয়, যা খুব কঠিন নয়। (ডি ভিলিয়ার্সের সঙ্গে) আলোচনা চলছে এবং পরের টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত আলোচনা চলতে থাকবে।’
এর আগে নতুন কোচ বাউচার বলেন, ‘আপনি যখন বিশ্বকাপে খেলতে যাবেন, আপনি চাইবেন, আপনার সেরা খেলোয়াড়রা দলে থাকুক। আমি যদি মনে করি, সে (এবি ভিলিয়ার্স) আমাদের অন্যতম সেরা একজন খেলোয়াড়, তাহলে কেন আমি ওর সঙ্গে একটু কথা বলে ওকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করব না? আমি মাত্রই দায়িত্ব পেয়েছি। বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে হয়তো আমি কথা বলে দেখতে পারি, তারা কী করছে না করছে, সেটা জানতে পারি।’
আরও খবর দেখতেঃ সর্বশেষ খেলার খবর, এবি ভিলিয়ার্স
Tag: Bangladesh cricket score, cricket score Bangladesh