বিচিত্র

যে গ্রামে দুধ বিক্রি করা মহাপাপ!

সুস্বাস্থ্যের জন্য দুধকে বলা হয় আদর্শ খাবার। তবে জেনে অবাক হবেন, এমন একটি গ্রাম রয়েছে, যেখানে দুধ বিক্রি করাকে মহাপাপ মনে করা হয়। আর সেই গ্রামের নাম কুয়া খেদা। গ্রামটি ভারতে অবস্থিত।

দেশটির সংবাদমাধ্যম ওডিশা পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগ্রার তাজমহল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কুয়া খেদা গ্রামটি। আদিকাল থেকেই দুধ বিক্রি করাকে পাপ মনে করেন এই গ্রামের বাসিন্দারা। তাই এই নিয়ম অনুসরণ করে আসছেন তাঁরা।

এই গ্রামের বেশিরভাগ মানুষ গবাদিপশু পালনের সঙ্গে জড়িত। কিন্তু গ্রামের বাসিন্দাদের দুধ বিক্রি করার অনুমতি নেই। তাঁরা মনে করেন, বহু বছর ধরে চলে আসা এই নিয়ম ভাঙলে তাঁদের পাপ হবে।

শুধু তাই নয়, তাঁরা মনে করেন, গ্রামের কোনো বাসিন্দা যদি দুধ বিক্রি করার চেষ্টা করেন, তাহলে তাঁর পরিবারের সদস্যরা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হবেন। এমনকি মারাত্মক বিপদেও পড়েন অনেকে।

উল্লেখ্য, যেকোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে দুধের প্রয়োজন হয়। আর সেসব অনুষ্ঠানে দুধ দান করতে পারেন তাঁরা। গ্রামটিতে যখন বিয়ে বা জন্মদিন কোনো অনুষ্ঠান হয়, তখন কোনো পরিবারের দুধ প্রয়োজন হলে গ্রামবাসী দুধ সংগ্রহ করে দান করেন।

স্থানীয়দের বিশ্বাস, গ্রামটির কাছে একসময় সাধু থাকতেন, যিনি ছিলেন গরুভক্ত। প্রায় ৪০০ বছর আগে তিনি গ্রামবাসীকে দুধ বিক্রি না করার পরামর্শ দিয়েছিলেন। আজও সেই সাধুর পরামর্শ মেনে চলছেন তাঁরা।

 

আরও জানুনঃ হাস্যরস দুধে অবহেলা নয়

Tag: Bangladesh news 24,  Bangladesh 24 news

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + four =

Back to top button