করোনায় সাও পাওলোতে এক লাখ লোকের মৃত্যুর আশঙ্কা
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় আশঙ্কা করা হচ্ছে আগামী ছয় মাসে সেখানে এক লাখ ১১ হাজার লোকের মৃত্যু হতে পারে।
সোমবার রাজ্যের কর্মকর্তারা এ আশঙ্কা প্রকাশ করে লোকদের ঘরে থাকার সময় সীমা আরো দুই সপ্তাহ বৃদ্ধি করেছেন।
রাজ্য সরকার এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, করোনা মহামারি ব্রাজিলে ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্থ দেশে পরিণত হতে পারে।
বার্তা সংস্থা এএফপির হিসেবে করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৭৫ হাজার লোকের মৃত্যু হয়েছে।
লাতিন আমেরিকার মধ্যে প্রথম শিল্প নগরী সাও পাওলোতে করোনা ছড়িয়ে পড়ে। এখানে এ পর্যন্ত চার হাজার ৬২০ জন করোনা আক্রান্ত এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ রাস্তায় চলাচল ও ভিড় এড়াতে জনগণকে সতর্ক করছে, তারা যদি এটা না মানেন তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নর জায়ো দোরিয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং লোকদের ঘরে থাকতে বলেছেন।
তিনি বলেন, সংক্রমণ রোধে নেওয়া ব্যবস্থা সত্ত্বেও লোকজন রাস্তায় নামলে ও জনসমাগম হলে আগামী ছয় মাসে এই শিল্পনগরীতে দুই লাখ ৭০ হাজার লোকের মৃত্যু হতে পারে।
লাতিন আমেরিকার মধ্যে প্রথম শিল্প নগরী সাও পাওলোতে করোনা ছড়িয়ে পড়ে। এখানে এ পর্যন্ত ৪,৬২০ জন করোনা আক্রান্ত এবং ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ রাস্তায় চলাচল এবং ভিড় এড়াতে জনগণকে সতর্ক করছে, তারা যদি এটা না মানেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গভর্নর জায়ো দোরিয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং লোকদের ঘরে থাকতে বলেছেন।
তিনি বলেন, সংক্রমণ রোধে নেয়া ব্যবস্থা সত্ত্বেও লোকজন রাস্তায় নামলে এবং জনসমাগম হলে আগামী ছয় মাসে এই শিল্পনগরীতে ২লাখ ৭০ হাজার লোকের মৃত্যু হতে পারে।
আরও খবর পেতে দেখুনঃ আন্তর্জাতিক টপ নিউজ – প্রবাস নিউজ
Bangladesh Newspapers, Bangladesh Newspapers