আপিল বিভাগে বসেছে সিসি ক্যামেরা
Bangladeshi Politics News: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোলের ঘটনার রেশ ধরে আপিল বিভাগের এজলাস কক্ষে আটটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
বুধবার সকাল থেকে প্রথম দিনের মতো সিসি ক্যামেরার আওতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার মধ্যরাতে আপিল বিভাগে সিসি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করে সুপ্রিম কোর্ট প্রশাসন, সূত্র এনটিভি অনলাইন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদের চিহ্নিত করতে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।
গত ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আপিল শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোল শুরু করেন। ফলে সেদিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।
তবে সুপ্রিম কোর্ট প্রশাসন মনে করেন, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।
এর আগে গত ৫ ডিসেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোল করেন। ফলে সে দিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যহত হয়। আগামীকাল বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
আরও দেখুনঃ রাজনীতির হালচাল, রাজনীতি বড় না মানবতা
Tag: Bangladeshi politics news,