সংসদ সদস্য থেকে ‘আরো একটু বড় পরিসরে’ কাজ করার অভিপ্রায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়াইয়ের ময়দানে নামা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আশা, ভোটাররা তাঁকে ‘পরীক্ষা করে দেখবেন’।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকা-১০ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘সবাইকে নিয়েই আমরা কাজ করব। বিশেষ করে আমি ঢাকাবাসীর পক্ষে সব সুশীল সমাজ, ঢাকা নিয়ে যারা চিন্তা করেন, নাগরিক সুবিধা নিয়ে যারা চিন্তা করেন, আপামর জনগণ- সবাইকে আমি আহ্বান জানাব, এই সুযোগটাই (মনোনয়ন) আপনারা কাজে লাগাবেন। আমাকে পরীক্ষা করে দেখবেন। আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হলে প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
ইসির তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল আজ মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।
আওয়ামী লীগ এবারের নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে মেয়র আতিকুল ইসলামকে বহাল রাখলেও দক্ষিণ সিটি করপোরেশনে সাঈদ খোকনের স্থলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দিয়েছে।
দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার গোপীবাগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তাপস। এ সময় দলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা দক্ষিণ সিটির নেতারা উপস্থিত ছিলেন। তারপর তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
আগামী বছর ঢাকাবাসীর জন্য একটি ‘নবসূচনা’ করতে চান জানিয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কনিষ্ঠপুত্র তাপস বলেন, ‘আমাদের অনেক করণীয় রয়েছে। ঢাকাবাসী যে সব নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অবহেলিত, আমি সেগুলোকে মৌলিক দায়িত্ব হিসেবে গ্রহণ করব। যদি ঢাকাবাসী আমাকে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন, ঢাকাবাসীর মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করাই আমার প্রধান কাজ হবে।’
মনোনয়ন বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তম সংগঠন, কেউ এর বাইরে নয়।’
ঢাকা দক্ষিণে এবার প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তিনিও আজ একই কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন, সূত্র এনটিভি অনলাইন।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘আমি ঢাকা-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ভোটাররা আমাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন। আমি সুযোগ পেয়েছি তাদের সেবা করার। তাঁরাসহ ঢাকাবাসীর সেবা করার সুযোগ চেয়েই মেয়র পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি, আমার দক্ষতা, যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা ও কাজকে বিচার বিশ্লেষণ করেই লোকজন আমাকে সুযোগ দিবেন।’
আরও খবর পেতেঃ কূটনীতি ও সিটি নির্বাচন
Tag: BBC news world headline, BBC news world headline today