অবশেষে ধোঁয়াশা কাটল তাকে নিয়ে। বঙ্গবন্ধু বিপিএলের নিলামে প্রথম ডাকেই যাকে নিয়ে উল্লসিত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিজ্ঞাপন ক্রিস গেইল নিলামের ব্যাপারে কিছুই জানতেন না বলার পর ধোঁয়াশার সৃষ্টি হয়।
কিন্তু এক ভিডিও বার্তায় সে ধোঁয়াশা দূর হয়! বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফেসবুক পাতায় পোস্ট করা ওই ভিডিও বার্তায় গেইল জানালেন তিনি আসছেন।
আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের মধ্যদিয়ে সপ্তম আসর বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। গতবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেললেও, এবারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল।
তবে, তার খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সেই অনিশ্চয়তা দূর করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়েই বিশেষ আসরে খেলবেন তিনি। যদিও টুর্নামেন্টের শুরু থেকে তাকে পাচ্ছে না দলটি।
চট্টগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, সব শঙ্কা কাটিয়ে বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন গেইল। তবে পুরো আসরে তাকে পাবে না দল। কিন্তু পরের দিকে মাঠ মাতাবেন এ জ্যামাইকান হার্ডহিটার।
দলটির কথা বাস্তবেও ফলল। এক ভিডিওবার্তায় তাদের আশ্বস্ত করলেন গেইল। ভক্তদের উদ্দেশ্যে তার পাঠানো ভিডিওবার্তা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লিখেছে-ইউনিভার্স বসের পক্ষ থেকে বাংলাদেশের জন্য ভালোবাসা-শ্রদ্ধা।
সেই বার্তায় গেইল বলেন, ‘হ্যালো বাংলাদেশ, টি-টোয়েন্টি কিং গেইল এখানে। আমি আসছি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসন্ন বিপিএল খেলতে। শিগগির দেখা হচ্ছে।’
আগামী ৮ ডিসেম্বর হোম অফ ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আসরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Tag: Bd Cricket News Update, Bd Cricket News Update Today
আরও দেখুনঃ খেলাধুলা ও সর্বশেষ খেলার খবর