ক্রিকেটখেলাধুলা

রাব্বির হ্যাটট্রিকসহ ৫ বলে ৪ উইকেট

চার ওভার বল করে ৪৯ রান দিয়েছেন ফরচুন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। আপতদৃষ্টিতে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ খরুচে বোলিং বলা যায়। অথচ এই চার ওভারের মধ্যে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন রাব্বি। তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। শুধু তাই নয়, চতুর্থ বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করলেন ডানহাতি এই পেসার।  

আজ মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে প্রথম তিন ওভার বল করে ৩৯ রান দেন রাব্বি। প্রথম তিন ওভারে রাব্বি ছিলেন উইকেটশূন্য। ইনিংসের শেষ ওভারে পান হ্যাটট্রিকের দেখা। ততক্ষণে বরিশালের বোলারদের তুলোধুনো করে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে রাজশাহী।

ওই মুহূর্তে ২০তম ওভারে বল হাতে এসে প্রথম বলেই ফেরান নুরুল হাসান সোহানকে। রাব্বির বলে লংঅফে ক্যাচ তুলে দেন সোহান। পরের বলে আউট হন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। রাব্বির করা অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে কাভারে তামিমের হাতে ক্যাচ দেন নাজমুল। আর তৃতীয় বলে সাইফ হাসানকে ফিরিয়ে তুলে নেন প্রথম হ্যাটট্রিক।

তবে মাইলফলক ছোঁয়ার দিনে নীরব ছিলেন রাব্বি। ডানহাতি পেসারের শারীরি ভাষাতেও বিন্দু মাত্র ফোটে ওঠেনি মাইলফলক ছোঁয়ার উচ্ছ্বাস। শুধু জায়ান্ট স্ক্রিনেই লেখা ছিল রাব্বির হ্যাটট্রিকের মুহূর্ত। ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পান রাব্বি। পাঁচ বলে তুলে নেন চারটি উইকেট।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা

১. আলআমিন হোসেন

২.আলআমিন হোসেন

৩.আলিস আল ইসলাম

৪. কামরুল ইসলাম রাব্বি

আরও খবর পেতে দেখুনঃ লাইফস্তাইল সবার আগে খেলার খবর

Bd Cricket News, Bd Cricket News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =

Back to top button